
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এসময় বর্তমান মেয়র নাসির ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনে মনোনয়ন পত্র জমার শেষ দিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়র পদে চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রেজাউল করিম ছাড়াও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির সোলায়মান আলম শের, ইসলামী ফ্রন্টের এম এ মতিন ও ইসলামী আন্দোলনের জান্নাতুল ইসলাম।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ পর্যন্ত ১৫ জন। পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন ৬৫ জন। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।