Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে শিশুদের শ্লোগান: কার্বণ কমাও, জীবন বাঁচাও

বিজ্ঞান জাদুঘরে শিশুদের শ্লোগান: কার্বণ কমাও, জীবন বাঁচাও

46
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গত ৪ মার্চ ২০২০ (বুধবার) “কার্বণ কমাও: জীবন বাঁচাও” শীর্ষক এক জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজধানীর টুইংক্যাল কিডস স্কুলের ২৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,“বিশাল এ সৃষ্টি জগতে প্রত্যেকে একে অপরের পরিপূরক। নগরীগুলো বৃক্ষ শূণ্য হয়ে পড়েছে। সুস্থভাবে বেঁচে থাকতে অক্সিজেন বিতরণের অফুরন্ত আধার বৃক্ষ সম্পদকে রক্ষা করতে হবে। বাসাবাড়ীর ছাদে এমনকি বারান্দায় গাছের পরিচর্যা করতে হবে, অতিযান্ত্রিকতা পরিহার করতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে হবে। পরিমিত জীবনে ফিরে আসতে হবে”। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা সমস্বরে হাত তুলে শ্লোগান দেয় ঃ “কার্বণ কমাতে হবে, জীবন বাঁচাতে হবে”।

image_pdfimage_print