
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নারীর উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, পূর্বে নারীরা অনেক পিছিয়ে ছিলেন। বঙ্গবন্ধু সংবিধানে নারীদের সমঅধিকার নিশ্চিত করেছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকণ্যা নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই বর্তমানে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক, যুবউন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস প্রমুখ।
উক্ত সমাবেশ সমাজের বিভিন্ন পর্যায়ের নারীরা অংশগ্রহণ করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এবং আলোচ্য বিষয় ছিল “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান”।