
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : এ বছর এশিয়া কাপ আয়োজনের অধিকার পাকিস্তানের। তাই নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজনের জোর ঘোষণা দিয়েছিলেন পিসিবি প্রেসিডেন্ট এহসান মানি। অবশ্য পাকিস্তানে খেলতে না যাওয়ার স্পষ্ট ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গতকাল শনিবার মানিও সেই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের একগুঁয়ে হলে চলবে না। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে আসবে না, সে কারণে নিরপেক্ষ ভেন্যুতেই হবে এশিয়া কাপ। সেটি সংযুক্ত আরব আমিরাতে হবে নাকি বাংলাদেশে, সে সিদ্ধান্ত হয়নি এখনো।’
জানা গেছে, এ মাসের শেষে এসিসির সভায় ঠিক হবে এশিয়া কাপের ভেন্যু। করোনাভাইরাস আতঙ্কে গত সপ্তাহে দুবাইয়ের সভাটি আর হয়নি।
সূত্র : ইন্ডিয়া টুডে