Home আন্তর্জাতিক করোনা আতঙ্কে ইউরোপের ওপর এক মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

করোনা আতঙ্কে ইউরোপের ওপর এক মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  কভিড-১৯ নামের মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপের ওপর ৩০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেন।

ট্রাম্প বলেছেন, তিনি শক্তিশালী ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন যাতে করে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে। সমগ্র ইউরোপের ওপর নিষেধাজ্ঞা দিলেও ব্রিটেনের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

ওভাল অফিসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প করোনাভাইরাসকে ভয়ঙ্কর সংক্রমণ বলে অভিহিত করেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

image_pdfimage_print