Home লিড নিউজ মহিউদ্দিনের প্রচারণায় রিপনের নেতৃত্বে বিশাল শোডাউন স্বেচ্ছাসেবক লীগের

মহিউদ্দিনের প্রচারণায় রিপনের নেতৃত্বে বিশাল শোডাউন স্বেচ্ছাসেবক লীগের

38
0
SHARE

আজ শনিবারও গণসংযোগ করেছেন ঢাকা ১০ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। দুপুরে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। এসময় বিপুল-সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মহিউদ্দিনের প্রচারণায় যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি, বাসা-বাড়ি ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি ভোট চান শফিউল ইসলাম মহিউদ্দিন। সেবকলীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনও এসময় মহিউদ্দিনের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। সেইসঙ্গে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। এসময় স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। যার ফলে উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপরই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পান বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন। এর আগে যিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি ছিলেন। সেইসঙ্গে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতিরও (বিজিএমইএ) সভাপতি ছিলেন তিনি।

শনিবার শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে গণসংযোগ করার আগে দুটি মতবিনিময় সভাতেও যোগ দেন কামরুল হাসান রিপন। যেখানে মহিউদ্দিনকে শেখ তাপসের যোগ্য উত্তরসূরী এবং ব্যবসায়ী বান্ধব নেতা হিসেবে মন্তব্য করেন স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি।

এ ব্যপারে কামরুল হাসান রিপন বলেন, ‘মহিউদ্দিন আহমেদ একজন সৎ, সুদক্ষ এবং ব্যবসায়ী বান্ধব নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য হিসেবেই ঢাকা ১০ আসনের জন্য তাকে মনোনয়ন দিয়েছেন। তাকে জেতাতে আমরা স্বেচ্ছাসেবক লীগ সবসময়ই মাঠে থাকবো।’

গত ১লা ফেব্রুয়ারীতে হয়ে গেল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। যেখানে দক্ষিণের মেয়র হিসেবে শেখ তাপসকে জেতাতে স্বেচ্ছাসেবক লীগ মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেবকলীগের এমন ভূমিকা শেখ হাসিনা থেকে শুরু করে দলের জাতীয় নেতৃবৃন্দ-সর্বত্রই প্রশংসিত হয়েছে। সেই সিটি নির্বাচনের প্রসঙ্গ টেনে কামরুল হাসান রিপন বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ভূমিকা দেখেছেন। সেই নির্বাচনে শেখ তাপসকে মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য আমরা দিন-রাত ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছি। শেখ হাসিনার নৌকাকে বিজয় উপহার দিয়ে প্রমাণ করেছি আমরা কথায় নয় বরং কাজে বিশ্বাসী। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মেয়র এবং জাতীয় নেতৃবৃন্দ দেখেছেন এই স্বেচ্ছাসেবক লীগ কতটা সুশৃঙ্খল এবং দক্ষতার সঙ্গে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত কমিটি করে ভোটের মাঠে নিজেদের উজার করে দিয়েছে। ১০ আসনেও নৌকার জয়ের কোন বিকল্প নেই। আমরা মহিউদ্দিনের জয় নিয়েই ঘরে ফিরতে চাই।’

আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে এই আসনের নির্বাচন। এই উপনির্বাচনে মহিউদ্দিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবিকে।

image_pdfimage_print