
আশিক সরকার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ই মার্চ জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ- সভাপতির মন্তব্য।
বঙ্গবন্ধুর জিবনী ও আত্নত্যাগ যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যার পরে ও শুনে রাজনীতি জিবন শুরু করি ২০০৯ সালে মুরাদনগর -৩ নৌকার বিজয়ের লক্ষ্য তার পর বঙ্গবন্ধু আর্দশ নিয়ে ২০১১ সালে হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্রলীগ শুরু করি।
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই ২০১৪-২০১৯ সালে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করি জ্বালাও পোড়াঁয় জামাত শিবির হেফাজতের সময় রাজপথে সর্বদা থাকি।সিটি করপোরেশন নিবর্চনে দুই দুই বার নৌকার বিজয়ের জন্য কাজ করছি। বতমনে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ সভাপতি হিসবে দায়িত্ব পালন করছি,এস এ. আবুবকর সিদ্দিক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। ১৯৭১ সালে ৭ই মার্চ তৎকালীন রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দেশকে রাহু মুক্ত করতে সক্ষম হয়। এই মহান নেতার হাত ধরেই বাঙ্গালী জাতি বেচে থাকার প্রেরনা অর্জণ করেছে। তার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।