
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় গ্রেফতার মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সিদ্দিক ঢাকার মুখ্য মাহানগর হাকিম (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাফর হোসেন সাংবাদিকদের জানান, এ মামলার একমাত্র আসামি হলেন মজুন। অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মামলার আলামত হিসেবে ২০ ধরনের জিনিসপত্র জব্দ দেখানো হয়েছে।