Home জাতীয় করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

41
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩।

আজ সোমবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গেল ২৪ ঘন্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

image_pdfimage_print