
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে স্তব্ধ ভারতের কলকাতা শহরসহ কার্যত গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। করোনাভাইরাসে গোষ্ঠীসংক্রমণ প্রতিরোধ করতে সোমবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার মধ্যরাত অবধি কার্যকর থাকবে লকডাউন।
কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন, আইন ভাঙার দায়ে গ্রেফতার করা হয়েছে ২৫৫ জনকে। তিনি জনগণের কাছে ঘরে থাকার আবেদন করেছেন।