
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল চারজনে।
মঙ্গলবার দুপুরে মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন মানুষ। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।