
মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন গৃহবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ। মরণঘাতী এই করোনা থেকে বাংলাদেশও মুক্ত নয়। সারাদেশ আজ অঘোষিত ভাবে চলছে লগডাউন। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। দিন মজুর মানুষগুলো ঠিকমত এখন খেতে পারছে না।দেশের এই ক্রান্তিলগ্ন আর সংকটময় মুহূর্তে অসহায়ের পাশে দাঁড়িয়েছে গুড বন্ডিং ফ্রেন্ডশীপ অর্গানাইজেশন সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ালো চাঁদপুর মতলব উত্তর উপজেলার সামাজিক সংগঠন গুড বন্ডিং ফ্রেন্ডশীপ অর্গানাইজেশন। এই সংগঠন গত ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার বিকালে এলাকার মানুষের সহযোগিতায় গরিব অসহায় প্রায় ২০০ পরিবারকে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করছে। এই সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষ কে আলোকিত করতে চায়। সংগঠন টি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।