Home সারা বাংলা মাহি চৌধুরীর পরিচানায় মতলব দঃ উপজেলায় ছাএলীগের ধান কাটার উৎসব,,

মাহি চৌধুরীর পরিচানায় মতলব দঃ উপজেলায় ছাএলীগের ধান কাটার উৎসব,,

48
0
SHARE

এ আর হারুন অর রশিদ বাঘ : প্রানঘাতি করোনার কড়াল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। ভয়ঙ্কর করোনার থাবা থেকে বাদ পড়েনি বাংলাদেশও।

বাংলাদেশে খাদ্য ঘাটতি পুরনে কৃষির বিকল্প নেই,, কিন্তু করোনার কারনে কৃষকের ধান কাটার লোক সংকট দেখা দিয়েছে।

কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মাহি চৌধুরীর নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন মতলব দঃ উপজেলা ছাত্রলীগ। মতলব দঃ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছছাত্রলীগের নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে কাটার উৎসব করে।

খাদ্যের অভাব পুরন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোষনা তাই ছাএলীগ নেতারা বলেন আমরাও গর্ববোধ করছি মহৎকর্ম করে,
এই ধান কাটার উৎসব করবার জন্য জনাব সাজেদুল হোসেন দিপু চৌধুরী সকল ছাএলীগ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন, তিনি আরো বলেন সকল ইউনিয়নে ছাএ লীগ নেতাদের পরামর্শ দিচ্ছেন গরীব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন।

ধন্যবাদ

image_pdfimage_print