Home সারা বাংলা চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে,কৃষকের ধান কেটে,মারাই করে ঘরে পৌছে দিচ্ছে কর্মিরা।

চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে,কৃষকের ধান কেটে,মারাই করে ঘরে পৌছে দিচ্ছে কর্মিরা।

34
0
SHARE

 

আশিক সরকার:  চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিঝি ও সাধারণ সম্পাদক সাদ্দাম খানের নির্দেশে,চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্মি মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন খান জুয়েল নেতৃত্বে সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব দক্ষিণ ৬ উপাদী ইউনিয়ন গ্রামের এক কৃষকের ধান কেটে,মারাই করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

জুয়েল খান বলেন, আমরা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় কৃষকদের ধান কেটে বাড়িতে নিয়ে পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রেখেছি।

চাষি কৃষক জানান,আমি শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিলে পোষাতে পারতামনা এবং নিজেও অনেক কষ্ট করতে হতো। ছাত্রলীগ নেতৃবৃন্দরা ধান কাটায় আমার অনেক উপকার হয়েছে, আমি তাদেরকে দোয়া করি এবং ধন্যবাদ জানাই।

ছাত্রলীগ নেতৃবৃন্দদের মধ্যে ধান কাটায় অংশগ্রহণ করেন, এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন খান জুয়েল,, ৬ উপাদী ইউনিয়ন ছাএলীগ তাহের বকাউল আরো অনেকে সহ ৩০/৩৫ জন নেতৃবৃন্দ।

image_pdfimage_print