Home সারা বাংলা করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলা সরকারকে বিব্রত না করার জন্যে অনুরোধ করছেন...

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলা সরকারকে বিব্রত না করার জন্যে অনুরোধ করছেন আবুল কালাম মুন্সি,

126
0
SHARE

চাঁদপুর জেলা প্রতিনিধি : আজ যারা এই মহামারী করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতেও অপরাজনীতি করছি,,
তাদেরকে উদ্দেশ্য করে বলছি এত উৎসাহ এত আনন্দ করার কিছু নেই,,
আজ সারা বাংলাদেশের ভিতরে ৪-৫ লক্ষ জনপ্রতিনিধি যেখানে ত্রাণ বিতরণ করছে সেখানে ১শত-বা ২শত জনপ্রতিনিধিরা চোর হতেই পারে সবাই তো আর এক মাপের হতে পারে না সবাই তো আর সাধু নয় অবশ্যই চোর বাটপার থাকতেই পারে,,
যারা সঠিকভাবে ত্রাণ বিতরণ করতেছেন তাদের কথা তো কখনো লিখতেছে না যে তারা ভাল করেছে সুন্দরভাবে বন্টন করেছে কই যারা দুই-একজন চুরি করেছে তাদের বিরুদ্ধে শুধু চোর আর চোর বলতেছেন,,
সরকারকে দোষারোপ করতেছেন আপনারা পেয়েছেন টা কি এখানে সরকারের কি দোষ,,
এখানে যারা দোষী সেটা তো আমার আর আপনার মত জনসাধারণ,,
আমি আর আপনি তো ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছি সেটা তো আমাদের ব্যর্থতা সেটা তো প্রধানমন্ত্রীর কোনো ব্যর্থতা নয়,,
তাই আমি বলবো প্রধানমন্ত্রীকে দোষারোপ না করে আমরা নিজেরাই সচেতন হই যাতে করে আগামীতে এরকম চোর বাটপার জনপ্রতিনিধি না হতে পারে,,
আর প্রধানমন্ত্রীকে দোষারোপ করার আগে আপনারা নিজেরা তাকিয়ে দেখুন আপনাদের সময়টাতে কেমন চলেছিলো গোটা বাংলাদেশটা অতএব কিছু বলার আগে নিজের টা ভেবে চিন্তে বলবেন,,

image_pdfimage_print