
শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে কর্মহীনদের মাঝে জেলা পরিষদের সদস্য ইয়াছমিন আহমদ ত্রান বিতরন করেন।
মঙ্গল বার ও বুধবার তিনি ফরাজীকান্দি ও পার্শ্ববর্তী ইউনিয়নে করোনার কারনে কর্মহীন হয়েপড়া ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় ইয়াছমিন আহমেদ বলেন, করোনার কারনে সাধারন মানুষ দীর্ঘ্যদিন কর্মহীন হয়ে আছে। তাদের দৈনন্দিন খাওয়া দাওয়ায় খুবই সমস্যা হচ্ছে। তাই চাঁদপুর জেলা পরিষদ ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে কর্মহীন ভাইদের জন্য সামান্য উপহার। তবে এ সমস্যা আরো কিছুদিন থাকলে অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রি নিয়ে আবারো উপস্থিত হবো ইনশাআল্লাহ।