
বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর যৌথ আয়োজনে আজ ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “১০ম জাতীয় সাহিত্য সম্মেলন ২০১৮” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী। এছাড়া, নির্বাচিত কবি হিসেবে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ আবদুল খালেক, কবি মুহাম্মদ আনিসুল হক, কবি শ্যামলী ম-ল ও কবি আ খ ম সিরাজুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন।