Home সারা বাংলা সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

39
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরে সাংবাদিক নেতা, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ইকরাম চৌধুরীর সুস্থতা কামনায় মতলব উত্তরের ফরাজীকান্দিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বেশ কিছুদিন যাবৎ সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী হূদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন। শুক্রবার বাদ জুমা মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদে জুমার নামাজের পর ইকরাম চৌধুরীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ ড. মানজুর আহমদ আল আহমাদী উয়েসী রিফায়ীর সুযোগ্য সন্তান আল্লামা শায়খ মাসুদ আহমদ বোরহানি।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মাওলানা  আনিছুল বাড়ী, নাউরী আহম্মাদিয় উচ্চ বিদ্যালয়ের হেড মৌলভী হযরত মাওলানা জাকারিয়া শিকদার,সাংবাদিক নাছির উদ্দিনসহ স্থাসীয় ধর্মপ্রান মুসলমানগন।

image_pdfimage_print