
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর কালা চাঁদপুর স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগেরর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এর উদোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬৫টি ওয়ার্ডের অসহায় কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য ৬৫ টি ওয়ার্ডে যুবলীগের ত্রান কমিটির নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী হস্তান্তর করেন যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। এসময় উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন সহ কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক জহির উদ্দিন খসরু , ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ সভাপতি সাব্বির আলম লিটু , কেন্দ্রীয় যুবলীগ নেতা মফিজুর রহমান মিলন , ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল , রাশেদুল হাসান সুপ্ত , মনিরুল ইসলাম হাওলাদার ও মহানগর সহ স্হানীয় যুবলীগের নেতৃবৃন্দ। এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে যু্বলীগ সব সময় আছে, থাকবে। করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে যুবলীগ দাঁড়িয়েছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তরের ৬৫টি ওয়ার্ডে ত্রান কমিটির কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে।