
আশিক সরকারঃ পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্র, দিনমজুর, খেটে-খাওয়া, কর্মহীন, অসহায়, সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। আজ রোববার রমজানের ২২তম দিনে ঢাকা-০৫ আসনের ডেমরা থানার ৬৬টি নাম্বার ওয়ার্ডের বড়ভাঙ্গা এলাকায় ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নামক ভয়ংকর ভাইরাসের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। এর মধ্যেই শুরু হয় পবিত্র রমজান মাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সময়টাতে বিপাকে পড়ে অসহায়, কর্মহীন, রিক্সাচালক ও নিম্ন আয়ের মানুষগুলো। তবে করোনার সংকটকালীন এই সময়টাতে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। রমজানের প্রথম দিনেই ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান। এরপর থেকে প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন থানার বিভিন্ন ওয়ার্ডে তা বিতরণ করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ ঢাকা পাঁচ আসনের দুটি স্পটের কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেন কামরুল হাসান রিপন। ইফতার বিতরণ কর্মসূচী প্রসঙ্গে কামরুল হাসান রিপন বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের নির্দেশে ও কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই ইফতার বিতরণ কর্মসূচী চলছে এবং ধারাবাহিকভাবে চলবে। দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলায় একজন মানুষও যেন না খেয়ে থাকে সেজন্য আমরা স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচী গ্রহণ করেছি।’
ইফতার বিতরণ কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগীতা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ জাফর আহমেদ মামুন, মিজানুর রহমান লালন, আকাশ আহম্মেদ সাইদ, রাসেল খান, রেজাউল মনজু, সাগর আহাম্মেদ রাসেল, ফয়সাল খান, ও ৬৬-নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।