Home সারা বাংলা মতলব উওর নবুরকান্দি গ্রামে মীর শাহানের ব্যক্তিগত উদ্যোগে ৫৫ টি পরিবারের মাঝে...

মতলব উওর নবুরকান্দি গ্রামে মীর শাহানের ব্যক্তিগত উদ্যোগে ৫৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন

36
0
SHARE

মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন গৃহবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ। মরণঘাতী এই করোনা থেকে বাংলা দেশও মুক্ত নয়। সারাদেশ আজ অঘোষিত ভাবে চলছে লকডাউন। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। দিন মজুর মানুষগুলো ঠিকমত এখন খেতে পারছে না।দেশের এই ক্রান্তিলগ্ন আর সংকটময় মুহূর্তে অসহায়ের পাশে দাঁড়িয়েছে মতলব উত্তরের জার্মান প্রবাসী মীর শাহান।

গতকাল রাতে মতলব উত্তরে নবুরকান্দি গ্রামের গরিব অসহায় ৫৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ব্যক্তিগত উদ্যোগে।
সমাজের পিছিয়ে পড়া মানুষ কে আলোকিত করা ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে মীর শাহান…

সততা, নিষ্ঠা, প্রজ্ঞা,মানবতা আজ ও হারিয়ে যায়নি পৃথিবী থেকে।গরীব ও অসহায় নিরীহ মানুষদের নিয়ে তার স্বপ্ন বাস্তবায়নে গ্রামের ৫৫ টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ( চাল,পলাউর চাল,তেল, ডাল,পেয়াজ,রসুন, গোলআলু ,চিনি,লবন,আঁধা,মশলা, ও মুরগির জন্য ২০০ টাকা ইত্যাদি)।

মীর শাহান গ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন ও এলাকাজুরে তার ব্যক্তিগত কার্যক্রম অব্যাহত রাখতে চায়।

image_pdfimage_print