Home সারা বাংলা চাদঁপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি...

চাদঁপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি কৃষকের ধান কেটে দিয়েছেন

37
0
SHARE

চাঁদপুর  জেলা প্রতিনিধি, প্রতিদিনের নেয় আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি-লীগ চাঁদপুর জেলার উদ্যেগে, চাঁদপুর জেলার মতলব দঃ উপজেলার ৬ নং উপাদী দঃ ইউনিয়নের করবন্ধ গ্রামের কৃষক মোজাম্মেল হক পাটওয়ারীর ৩০ শতাংশ ধান কেটে দেওয়া হয়। সকাল ৬ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ধান কাটা হয়, ধান কাটায় নেত্রীত্ব দেয় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি-লীগ চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউল হক (নিবলু) পাটওয়ারী, ধান কাটায় আরো অংশ গ্রহন করেন তথ্য প্রযুক্তি-লীগ নেতা মোজাম্মেল হক পাটওয়ারী, যুবলীগ নেতা রাসেল পাটওয়ারী, ছাত্রলীগ নেতা ফয়সাল পাটওয়ারী, ইকরাম পাটওয়ারী, তামিম পাটওয়ারী,নোমান পাটওয়ারী, জামাল মিজি, তারেক মিজি, আরো অনেকেই ধান কাটায় অংশ গ্রহন করেন, কৃষক মোজাম্মেল মহান আল্লাহর কাছে সন্তোস প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সভার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি-লীগ চাঁদপুর জেলার।

image_pdfimage_print