
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুুশি।
আনফাল সরকার পমন বলেন, ‘পবিত্র রমজান মাস এবার একটু ভিন্ন ভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে এবং তা আমাদেরই হাতের অর্জন।
তিনি আরও বলেন, ‘পবিত্র রমজানে সবাই দানের হাত প্রশস্ত করবেন, করোনায় অসহায় পরিবারের পাঁশে দাড়াবেন।’
তিনি দেশ বাসীকে সচেতন থেকে করোনা মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বিশ্ববাসীর মঙ্গল কামনা করে, সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
এবং বলেন ঈদ হোক করোনা মুক্তির পথ