Home ব্রেকিং ডিএমপি’র মিরপুর জোনে যুবলীগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ডিএমপি’র মিরপুর জোনে যুবলীগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

39
0
SHARE

স্টাফ রিপোর্টারঃ
ঢকা মিরপুরে মিরপুর ডিভিশনের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২৩মে) বিকেল ৪টায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে ডিএমপির’ সহকারী কমিশনার খায়রুল আমিন এর কাছে এই সুরক্ষা সামগ্রী ৫০পিস পিপিই হস্তান্তর করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা গোলাম আরেফিন হিমেল । এ সময় উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম আরেফিন হিমেল ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে মাস্ক,পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

 

 

image_pdfimage_print