Home আইন/আদালত আশানুরূপ ফল না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আশানুরূপ ফল না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

33
0
SHARE

এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে বৃষ্টি মণ্ডল নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দের এস. আই মো. আওয়াল হোসেন আত্মহত্যার তথ্য নিশ্চিত করেন।

বৃষ্টির পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আত্মহননকারী মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বাসুদেব মণ্ডলের মেয়ে।

বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি মন্ডল এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৯৪ পেয়ে পাস করে। এতে সে খুশি হতে পারেনি। গতকাল (৩১ মে) বেলা ১১ টায় মোবাইলে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টায় বৃষ্টি মারা যায়।

image_pdfimage_print