Home ব্রেকিং আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল

আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল

41
0
SHARE

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল একজন আওয়ামী পারিবারের সন্তান। তাঁহার পিতা আলহাজ্ব মো: মোফাজ্জল হোসেন খান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার মতলব উপজেলার সহ-সভাপতি। তিনি একই উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। চাচা মো: মনির হোসেন খান ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই মো: মোজাম্মেল হোসেন খান টগর একজন বীর মুক্তিযোদ্ধা। মেজো ভাই মো: মুনসুর হোসেন খান বাবুল বাংলাদেশ আওয়ামী লীগ বেলজিয়াম শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মো: মোতাহার হোসেন খান সুফল মতলব উপজেলার ভাইস-চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। অপর ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো: মোকারম হোসেন খান ওপেল বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনাব আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ১৯৬৪ ইং সনে ২৭শে জুন চাঁদপুর জেলার মতলব উপজেলার সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বাপর বঙ্গবন্ধুর আদর্শের ধারক হিসেবে খান পরিবারের বিশেষ সু-খ্যাতি রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও সম্পূর্ণ আওয়ামী রাজনৈতিক বলয়ে বেড়ে উঠা জনাব আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের শৈশব কেটেছে মতলব উপজেলায়। পরবর্তীতে ঢাকার মিরপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ও পারিবারিক রাজনৈতিক মতাদর্শ লালন করতে থাকেন জনাব আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। তিনি একাধারে ঢাকা মহানগর ৯ নং ওয়ার্ড (বর্তমান ১৩নং ওয়ার্ড) যুবলীগের যুগ্ম-আহবায়ক, যুবলীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব অবিচল আস্থা ও বিশ্বাসের সাথে পালন করেন। অর্জিত বিশ্বাসের ফলশ্রুতিতে জননেত্রীর শেখ হাসিনা কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন।

 

রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি জনাব নিখিল সামাজিক কর্মকাণ্ডেও সমাহারে নিয়োজিত। তিনি চাঁদপুর জেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ এবং খান বাড়ী বায়তুল ফালাহ জামে মসজিদ

পরিচালনা কমিটির সভাপতি। একইভাবে ঢাকার মিরপুরের বায়তুল আমান জামে মসজিদ, দারুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা, বায়তুল মামুর জামে মসজিদ, বায়তুল আশরাফ জামে মসজিদ, বায়তুল রব জামে মসজিদ, বায়তুল আহসান জামে মসজিদ ও মাদ্রাসার উপদেষ্টা। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা বৃহত্তর আঞ্চলিক শাখার সভাপতি।

ব্যক্তিগত জীবনে জনাব নিখিল দুই পুত্র সন্তানের জনক।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এম.পি”র সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জনাব আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আত্ম প্রত্যয় সুবিস্তৃত।

image_pdfimage_print