Home সারা বাংলা বিওটি এর সম্মানিত সদস্য লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, বীর প্রতীক (বার)...

বিওটি এর সম্মানিত সদস্য লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, বীর প্রতীক (বার) -এর সহধর্মিণীর মূত্যুতে ইবিএইউবি-এর মাননীয় উপাচার্যের শোক প্রকাশ

44
0
SHARE

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর বোর্ড অবট্রাস্টিজের সম্মানিত সদস্য লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, বীর প্রতীক(বার) -এর সহধর্মিণী মিসেস মুশফিকা ইসলাম ০৯/০৬/২০২০ তারিখইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর মাননীয়
উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান গভীর শোক প্রকাশ ও তাঁর
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসšতপ্ত পরিবারের জন্য গভীর
সমবেদনা জ্ঞাপন করেন।

image_pdfimage_print