
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা হিসেবে বল পালিশের জন্য থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পরামর্শ দিয়েছিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি কমিটি। আইসিসির চিফ একজিকিউটিভ কমিটি সেটাই মেনে নিয়েছে। এছারাও ক্রিকেটে বেশ কিছু নিয়ম তৈরি করেছে আইসিসি।
আইসিসির ওয়েবসাইটে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। জানানো হয়, টেস্ট ম্যাচ চলাকালীন এক বা একের বেশি ক্রিকেটারের করোনা ধরা পড়লে তাঁর পরিবর্ত ব্যবহার করতে পারবে দল।
তবে কনকাশন সাবস্টিটিউটের মতো এক্ষেত্রেও ম্যাচ রেফারিই পরিবর্ত বেছে নেবেন। যদিও এই নিয়ম ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে প্রযোজ্য নয়। এছার থুথু লাগানো নিয়ে নিয়ম হল, বলে থুতু লাগানো যাবে না: বল চকচকে করতে কোনওভাবেই থুতুর ব্যবহার চলবে না। প্রথমদিকে অভ্যাসবশত কোনও বোলার তা করে ফেললে আম্পায়ার পরিস্থিতি সামলে নেবেন।
কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে কড়া হবে আইসিসি। দলকে সতর্ক করা হবে। প্রতি ইনিংসে দুবার সতর্ক করবেন আম্পায়ার। তবে তার বেশি হলেই যে দল তখন ব্যাট করছে, তারা পাঁচ রান পেনাল্টি হিসেবে পেয়ে যাবে।