Home ব্রেকিং কামরানের মৃত্যুতে ঢাকা-৫ এমপি পদপ্রার্থী কামরুল হাসান রিপন  শোক

কামরানের মৃত্যুতে ঢাকা-৫ এমপি পদপ্রার্থী কামরুল হাসান রিপন  শোক

37
0
SHARE

আশিক সরকারঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কামরুল হাসান রিপন ।

আজ এক শোকবার্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, ঢাকা-৫ এমপি পদপ্রার্থী , কামরুল হাসান রিপন বলেন, “বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি বলেন, একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

কামরুল হাসান রিপন বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেটবাসী হারালো তার প্রিয় সন্তানকে। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

image_pdfimage_print