Home ব্রেকিং অপরাজনীতির কারনে বিএনপিকে প্রত্যাখান করেছে জনগণ: তথ্যমন্ত্রী

অপরাজনীতির কারনে বিএনপিকে প্রত্যাখান করেছে জনগণ: তথ্যমন্ত্রী

38
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিএনপির আগ্রাসী মনোভাবের রাজনীতি এদেশের মানুষ আর চায় না। এই অপরাজনীতির রাজনীতির কারনে বিএনপিকে মানুষ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এক অনুষ্ঠানে বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির সেই দল যাদের আসলে কোনো আক্কেল দাঁতই ওঠেনি। এই দলটি অন্ধকারে থেকে গজিয়ে ওঠা একটি দল। যার কারণে তারা জনগণের কথা না ভেবে দলের গঠনতত্ত্ব বদলে ফেলে। এই কারণে জনসমর্থনে তলানিতে দলটি। একের পর এক ষড়যন্ত্র আর সংঘাতে সরকার পতনের জন্য মরিয়া বিএনপি। তাই জনগণ থেকে ছিটকে পরছে দলটি।

তিনি বলেন, একটি দলের সর্বোচ্চ নেতা যদি দুর্নীতির দায়ে কারাবরণ করে তাহলে দেশের মানুষের বুঝতে বাকি থাকে না দেশ ও জনগণের জন্য তাদের কতটা প্রয়োজন। তাই বিএনপি দেশের জনগণের সমর্থন অর্জন করাসহ সবকিছুতেই ব্যর্থ।

হাছান মাহমুদ বলেন, দেশে ও সরকারের বিরুদ্ধে সমালোচনা ছাড়া যেন বিএনপির আর কোনো কাজ নাই। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আওয়ামী লীগের সভাপতি একাই একশ’। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের কারিগর শেখ হাসিনা। অন্য দিকে বিএনপির রাজনৈতিক মনোভাব আগ্রাসী ভূমিকার।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এক ভিডিও বার্তায় বলেন, করোনাভাইরাসের এই সংকটে বিএনপির নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি। তারা জনগণের জন্য রাজনীতি করে না। নেতিবাচক রাজনীতির কারণে তাদের প্রতি দেশের মানুষের সমর্থন নেই। তারা সরকারের সমালোচনা করে এই সংকটময় পরিস্থিতিতেও রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।

image_pdfimage_print