Home খেলাধূলা দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

38
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় বিকেল ৫টায় দুই দলের ম্যাচটি শুরু হবে।

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাফেট বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হবে।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পারে সাকিব আল হাসানের বাংলাদেশ। জবাবে মাত্র ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ। আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় কার্লোস ব্রাফেটরা। অপরদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্র্যাভো, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট, ফ্যাবিয়েন অ্যালেন, কিমো পল, শেল্ডন কটরেল, ওশানে থমাস।

image_pdfimage_print