Home ব্রেকিং একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে আকাশ কুমার ভৌমিক শোক...

একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে আকাশ কুমার ভৌমিক শোক প্রকাশ

40
0
SHARE

আশিক সরকার: আজ ২০জুন শনিবার ২০২০ ।বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব , বীর মুক্তিযাদ্ধা ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্র (আইসিইউ )তে চিকিৎসাধীন অবস্হায় সকালে মৃত্যুবরণ করেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) ।এই কঠিন সময়ে মহামারী করোনায় তাহার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন । চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান। কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সভাপতি- ধনাগোদা স্কুল এন্ড কলেজ, মতলব উত্তর, চাঁদপুর, ঢাকার জাতীয় শ্রী শ্রী শনি মন্দির কমিটি, শ্মসান কমিটি। যুগ্ম সম্পাদক কদমতলী থানা আওয়ামীলীগ নেতা , ঢাকা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক । তিনি বলেন কামাল লোহানী বাঙ্গালীর ভাষা আন্দোলন , স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছেন । একজন আদর্শবান গুনী মানুষ ছিলেন । আকাশ কুমার ভৌমিক আরোও বলেন আমরা একজন প্রগতিশীল ব্যক্তিত্ব এবং অসামপ্রদায়িক চেতনার অসাধারন কৃতিমান যোদ্ধাকে হারালাম ।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৫ বছর । আকাশ কুমার ভৌমিক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।

image_pdfimage_print