Home ব্রেকিং শনিরআখড়া আন্ডারপাসের ময়লা পরিষ্কার করে লাইটিং করলেন কুয়াশা

শনিরআখড়া আন্ডারপাসের ময়লা পরিষ্কার করে লাইটিং করলেন কুয়াশা

37
0
SHARE

বিশেষ প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসন-২৪-এর কউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা শনিরআখড়া আন্ডারপাসের পরিচ্ছন্নতার কাজ করে আলোকসাজ্জিতকরণের কাজ সম্পন্ন করেন। শনিবার সকালে তিনি এ পরিষ্কারের কাজ শুরু করেন এবং রোববার শেষ করেন। বিগত কয়েক বছর ধরে এখানে শুধু ময়লাই ফেলানো হতো। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়নি। এতে আন্ডারপাসের পশ্চিম অংশে এতোই দুর্গন্ধ হয়েছিল যে এ পথ দিয়ে মানুষ চলাচলের অযোগ্য পরিবেশ তৈরি হয়েছিল। গত সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১, ৬২ ও ৬৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে ফারহানা ইয়াসমিন কুয়াশা এ আন্ডারপাসের কাজটি করার কথা অঙ্গীকার করেন এবং তার রুটিন কাজ হিসেবেই এর পরিষ্কারের কাজ করার আগে আন্ডারপাসের লাইটিংয়ের কাজ শেষ করেন। উল্লেখ্য, যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব এর আগে নিজ উদ্যোগেই এই আন্ডারপাসের লাইটিংয়ের কাজ করেছিল। কিন্তু সন্ত্রাস এবং চাঁদাবাজের জন্য সেই লাইটিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এর পরে আর কেউ তত্ত্বাবধান করেনি আন্ডারপাসের।

নির্বাচিত সংরিক্ষিত আসনের কউনন্সিলর কুয়াশা তার বক্তব্যে বলেন, জনগণের উপকারের উদ্দেশ্যে এই আন্ডারপাস পরিষ্কার করে অলোকসংযোক করা হলো। এর ওপর সার্বক্ষণিক নজর রাখর জন্য অস্থায়ীভাবে কিছু গরিব মানুষকে বেঁচে থাকার জন্য কয়েকটি দোকনের সুযোগ দেওয়া হলো। তারাই এর দেখাশোনা করবে। এতে তারও বাচঁবে। আন্ডারপাসও অত্যাচার থেকে রেহাই পাবে। ইতিপূর্বে এখানে বাতির সংযোগ বিচ্ছিন্ন করে চাঁদাবাজি ও ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ করা হতো। তিনি বলেন, এই লাইট এবং ব্যানারের ওপর যদি কেউ খবরদারি করতে আসে বা চাঁদাবাজির চেষ্টা চালায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবশিষ্ট অংশের সিআই মোঃ খবির খাঁন, যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল রানা, সদস্য মোঃ পাখি, ৬১ নং ওয়ার্ড যুব মহিলা লীগের মুনালিসা লিপি, ৬১ নং ওয়ার্ড ছাত্রলীগের মোঃ রাব্বি চৌধুরী জয়, মোঃ সাদিক মাহ্মুুদ, শ্রাবণ, রাহাত, বাবু, সাইমন, রাব্বি ও মুন্না। এছাড়া আরো উপস্থিত ছিলেন দনিয়া ইউনিয়ন হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নূর ইসলাম।

image_pdfimage_print