
শামসুজ্জামান ডলারঃচাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জুন ) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি হাসান
কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-
উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া মানিক, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল রানা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ডিএম আব্দুল লতিফ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন।

এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক ঢালী, পৌর কৃষক লীগের
সভাপতি মঞ্জুর খান, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী,
ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু, মফিজুল ইসলাম, মো. হারুন রায়হান, নূর নবী খান, শাওন, স্বপন সরদার’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে উঠা একটি দল। বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র রচনা করা, বাংলাদেশ প্রতিষ্ঠা করা।