Home ব্রেকিং পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিলেন দিশি

পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিলেন দিশি

46
0
SHARE

 

করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব নেহরীন মোস্তফা দিশি। শনিবার সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অতিদরিদ্র পরিবহন শ্রমিকদের নিজ উদ্দ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেন তিনি।

দিশি বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে গণপরিবহনের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন শত শত যাত্রীদের সেবায় নিয়োজিত পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র এসব অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এ সময় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজের ধনীদের বেশি করে পরিবহন শ্রমিক ও হত দরিদ্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং বেসরকারি সংবাদভিত্তিক একটি সম্প্রচার মাধ্যমের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন নেহরীন মোস্তফা দিশি।

এর আগেও সায়দাবাদ বাস টার্মিনালে কর্মরত মানবেতর জীবনযাপন করা অতিদরিদ্র পরিবহন শ্রমিকদের ঈদ উপহার প্রদান করেন তিনি।

image_pdfimage_print