Home ব্রেকিং করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের ইন্তেকাল

করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের ইন্তেকাল

40
0
SHARE

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।   (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

image_pdfimage_print