
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে একটি বাস খালে পড়ে গেছে। এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ২১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার অভিযানে কাজ করছে।
জানা গেছে, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৪ জন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার কর্মীরা জানায়, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।