Home জাতীয় সাবরিনা জেকেজির চেয়ারম্যান এমন প্রমাণ পায়নি ডিবি

সাবরিনা জেকেজির চেয়ারম্যান এমন প্রমাণ পায়নি ডিবি

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  জেকেজির প্রতারণায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে।

করোনার নমুনা সংগ্রহের পরীক্ষা সা করেই ভুয়া সনদ তৈরির ঘটনায় ২২ জুন জেকেজি হেলথ কেয়ারের সাবেক গ্রাফিক ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আরিফুলের স্ত্রী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড শেষে তাদের কারাগারেও পাঠানো হয়। শুরু থেকেই সাবরিনা চৌধুরী জিকেজির চেয়ারম্যান বলে বিভিন্ন সূত্র জানিয়েছিল।

তবে বুধবার গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জেকেজির চেয়ারম্যান হিসাবে সাবরিনার নাম বলা হলেও তদন্তে সে ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম অনুযায়ী আহ্বায়ক ছিলেন।

সূত্র; বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম।

image_pdfimage_print