
রাজধানীর যাত্রাবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় যাত্রাবাড়ী থানার ৬২ নম্বার ওয়ার্ডের কাজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোয়াজ্জেম লিটনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে কামরুল হাসান রিপন ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন,দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পবিত্র রমজানে ইফতার বিতরণ এবং হতদরিদ্র-মেহনতি মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়ছি। শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় এখনও মানুষের সেবা করে যাচ্ছি। যতদিন করোনাভাইরাস থাকবে ততদিন আমরা মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।।
সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।