
করোনায় আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের ডিসি মিজানুর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ উল আজহার আগে জেলা প্রশাসকের গাড়ির চালক করোনায় আক্রান্ত হন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মিজানুর রহমান স্বেচ্ছায় নিজ বাসাতে কোয়ারেন্টাইনে থাকেন।
পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার (৩ আগস্ট) নমুনা পরীক্ষা করতে দিলে আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
চিকিৎসকের পরামর্শ নিয়ে জেলা প্রশাসক নিজ বাসাতেই আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।