Home ব্রেকিং ‘খালেদা জিয়া কেক কেটে জন্মদিনের উৎসব না করায় জনগণ স্বস্তি পেয়েছে’

‘খালেদা জিয়া কেক কেটে জন্মদিনের উৎসব না করায় জনগণ স্বস্তি পেয়েছে’

35
0
SHARE

এবারের শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক না কাটায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবসে যারা কেক কেটে জন্মদিন পালন করতো, তারা এবার সেটি না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। এতে জনগণ স্বস্তি পেয়েছে।’

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিতর্ক এড়াতে কয়েক বছর ধরে জাতির শোকের এই দিনে জন্মদিন পালন করেননি বিএনপি প্রধান; যদিও এই দিনে তার জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে। এবারও জন্মদিন উপলক্ষে কেক না কেটে দোয়া-মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

image_pdfimage_print