
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু স্কয়ার নামকরন উদ্ভোধন করেন মেরাজ নগর এ ব্লকের প্রানকেন্দ্র ।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পন, আলোচনাসভা, মিলাদ দোয়া ও তাবারক বিতরন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কদমতলী থানার আওতাধীন মেরাজনগরের বঙ্গবন্ধু স্কয়ার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আকাশ কুমার ভৌমিক ।
স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে এই শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তাজু ভাই,দপ্তর সম্পাদক আমিনুর রহমান তারা,সাবেক সিঃসহ-সভাপতি খলিলুর রহমান।৫৯নং ওয়ার্ড এর যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন কদমতলী থানা আওয়ামীলীগের ১ম যুগ্ন সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আকাশ কুমার ভৌমিক, ৫৮, ৫৯ ও ৬০ নং সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগম , আয়োজন করেন সহ -সম্পাদক এবং যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন সোহাগ শাহরিয়ার.রাজু আহমেদ,সাইফুল ইসলাম, সায়েম আহমেদ, তানজির ইবনে হক,শাহাদাৎ হোসেন রোকন,হাসান মাতাব্বর,রতন পাটোয়ারী,সুজন হাওলাদার, থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জিহাদ হোসেন, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা সহ থানা ও ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।
আকাশ কুমার ভৌমিক আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অনেকেই এখনও বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও খুনিচক্র বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কখনো হত্যা করতে পারেনি। হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে।
তিনিধ আরো বলেন, “বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শকে বুকে ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার
।”
আকাশ কুমার ভৌমিক বলেন, “অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন তাদের বঙ্গবন্ধুর রচনা এবং বক্তৃতামালা পড়তে হবে, জানতে হবে। শোক দিবসে তাদের প্রতি এটাই আমার আহ্বান।”