Home ব্রেকিং জেএমবি বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন : নিখিল

জেএমবি বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন : নিখিল

46
0
SHARE

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন সরকারী মদদে জঙ্গি সংগঠন জেএমবি দেশব্যাপী একযোগে ৪৩৪ স্থানে সিরিজ বোমা হামলা করেছিল। জঙ্গি সংগঠনটি বিএনপি-জামাতের মদদপুষ্ট বাহিনী বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেছেন, সরাসরি তৎকালীণ সরকারের একটি সংগঠন হিসেবেই জেএমবির যাত্রা ও সেই হামলা। তারপরেও যত হামলা করেছে জেএমবি সবসময় বিএনপি-জামাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আজ সোমবার বিকেলে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

ওই সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। সঞ্চালনা করেন যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ।

বিক্ষোভ সমাবেশ শেষে যুবলীগ কেন্দ্রীয় অফিস বঙ্গবন্দু এভিনিউতে ১৫ই আগস্ট উপলক্ষে মানবিক যুবলীগের মাসব্যাপী খাদ্য বিতরন কর্মসূচীর অংশ হিসেবে দুস্হদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন যুবলীগ সাধারণ সম্পাদক।

প্রতিবাদ সভায় যুবলীগ দক্ষিণ ছাড়াও কেন্দ্রিয় যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

image_pdfimage_print