Home ব্রেকিং ঢাকা-৫ আসনে মনোনয়ন কিনলেন কামরুল হাসান রিপন

ঢাকা-৫ আসনে মনোনয়ন কিনলেন কামরুল হাসান রিপন

41
0
SHARE

জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

আজ রোববার (২৩ আগস্ট) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। আজ বিকেলেই তিনি মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানা গেছে।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি।

রিপন বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সর্বদায় তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে এলাকায় জনপ্রিয় মুখ রিপন।

আসন্ন জাতীয় উপ-নির্বাচনে ঢাকা-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে যেন মনোনীত হতে পারেন সেজন্য  সকলের কাছে দোয়া কামনা করেছেন কামরুল হাসান রিপন।

সাংসদ নির্বাচিত হতে পারলে ওই আসনের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি মাদকের প্রভাব, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

image_pdfimage_print