Home ব্রেকিং জাতীয় কবি নজরুলের সমাধিতে যুবলীগের ফুলেল শ্রদ্ধা

জাতীয় কবি নজরুলের সমাধিতে যুবলীগের ফুলেল শ্রদ্ধা

37
0
SHARE

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগ 

আজ ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগ ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম,জহির উদ্দিন খসরু, শামীম আল সাইফুল সোহাগ, এন আই আহমেদ সৈকত, রওশন জামির রানা,মৃনাল কান্তি৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

১৯৭৬ সালের ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) কাজী নজরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

image_pdfimage_print