
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় ছাত্রলীগের উদ্যোগে পথশিশু, পথচারী ও দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পৃষ্ঠপোষকতায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাইকগাছার বিভিন্নস্থানে এ খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, তুহিন সরদার, অহিদুজ্জামান, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান নয়ন, রসুল গাজী, আব্দুর রহিম, দেলোয়ার, প্রান্ত ঘোষ, শাহালম, জয়, আকাশ প্রমুখ।