
পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, অসহায় ও ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। মিলাদ মাহফিলের দোয়া মোনাজাত করেন মাওলানা এহসানুল হক জিহাদী।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিপুল শংকর ঘোষ, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, রফিকুল ইসলাম, জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল।