
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আজ সোমবার সকাল ১১টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে ৮দফা দাবিতে দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালণায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অতুলন দাস আলো, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সভাপতি ইয়াতুন্নেসা রুমা, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান প্রমুখ। দাবিগুলো হচ্ছে- (১) করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাস অংশগ্রহন নিশ্চিত করতে শতভাগ শিক্ষার্থীকে বিনামূল্যে ইন্টারনেট সেবা ও প্রযুক্তি সহায়তার জন্য সরকারী প্রনোদনা দিতে হবে। গ্রাম ও শহরের মাঝে শিক্ষা বৈষম্য দূর করতে হবে। (২) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারী প্রনোদনার আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের করোনাকালীন মেস ভাড়া মওকুওফর জন্য যথাযথ উদ্যোগ গ্রহন করতে হবে। (৩) সকল শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাকালীন বেতন ও সেমিষ্টার ফি মওকুফ করতে হবে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ড্রপ-আউট রোধে যথাযথ উদ্যোগ গ্রহন করতে হবে। (৪) পশ্চাৎপদ ও আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। হাওর, বাওর, পাহাড় ও দুর্গম অঞ্চলকে কমিউনিটি স্যাটেলাইট নেটওয়ার্কের আওতায় আনতে হবে। নারী শিক্ষার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। (৫) স্বাস্থ্যখাতসহ সকল স্তরে চলমান সকল দুর্নীতি-লুটপাট বন্ধসহ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে অপসারন করতে হবে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। (৬) করোনাকালীন বাস্তবতা বিবেচনায় সরকারী চাকুরিতে প্রবেশের বয়সসীমা পুনঃনির্ধারণ করতে হবে। সকল স্তরের চাকুরিতে ছাটাই বন্ধ করতে হবে। (৭) রাষ্টায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে আধুনিকায়নের মাধ্যমে পাটকল সচল করতে হবে এবং পাটচাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাট ক্রয়ের ব্যবস্থা করতে হবে। (৮) সকল পাবলিক বিশ^বিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বাতিল করে দ্বিতীয় শিফ্ধসঢ়;ট চালু করতে হবে এবং সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে উক্ত বিশ^বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নিতে হবে। সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রুবেল বলেন, পূর্বঘোষিত কর্মসূচীর পাশাপাশি
সারাদেশে এই ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র মৈত্রীর প্রত্যেক জেলায় ধারাবাহিক কর্মসূচী পালিত হবে। চলমান সময়ে আমাদের স্বাস্থ্যঝুঁকির অজুহাতে বিভিন্ন জেলায় কর্মসূচীর অনুমতি দেয়া হয়নি। স্বাস্থ্যঝুঁকি রয়েছে সত্য। কিন্তু আমাদের অধিকার যখন ঝুঁকিতে তখন ঘরে থাকার সুযোগ নেই। বক্তব্যে তিনি সর্বস্তরের ছাত্র-শিক্ষক-জনতাকে এই ৮ দফা দাবির পক্ষে জনমত গঠনসহ সোচ্চার হওয়ার আহ্বান জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাফিউর রহমান সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া
সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সদস্য সিরাজুল ইসলাম খান শিশির, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহসাধারণ সম্পাদক হিশাম খান ফয়সাল প্রমুখ।