
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, নির্বাচন এলেই নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দলে নেতারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় না। তাই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ নেই।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রমান করে দিয়েছেন, তার অধীনেই অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই নির্বাচন কমিশনের অধিনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। মূলত জনপ্রিয়তা হারিয়ে বিরোধীরা নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে পায়তারা করেন।
সোমবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকা-১৮ আসনের নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আলোচনা এ সভার আয়োজন করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের অংশগ্রহনের নামে কেউ যদি নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার পায়তারা করে। তা হলে তাকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা তা প্রতিহত করবে। দেশের সকল শ্রেণীর মানুষ ভোটের মাঠেও তাদের প্রত্যাখ করবে। নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ কারীদের থেকে মুখ ফিরিয়ে নিবে সাধারণ ভোটাররা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, আমরা একটি সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎপর রয়েছেন। তিনি চান সুষ্টু নির্বাচন হোক। সেই নির্বাচনে যদি অন্যকেউ নির্বাচিত হয়, আওয়ামী লীগ তা মেনে নিবে।
ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দল ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটির নেতাকর্মীদের ভোটের মাঠে ঐক্যবন্ধ ভাবে কাজ করার অনুরোধ জানিয়ে আবদুর রহমান বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে চ্যালেঞ্জ গ্রহন করতে হবে।
সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাঠে থাকতে হবে এবং নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারব।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা-১৮ আসনের নৌকার মনোনীত প্রার্থী হাবিব হাসান প্রমূখ। সভা পরিচালনা করেন উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।