Home ব্রেকিং ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় ২ নেতা গ্রেপ্তার

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় ২ নেতা গ্রেপ্তার

42
0
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে রাজধানী থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন সরকারি চাকরিতে কোটা তুলে দেয়ার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদা।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ সোমবার গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ওই ছাত্রী।

পরের দিন ২১ সেপ্টেম্বর পরস্পর যোগসাজশে অপহরণ করে ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং হেয়প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ একই ব্যক্তিদের আসামি করে ডিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন ওই ছাত্রী।

এরপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্য অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছিলেন সেই ছাত্রী।

image_pdfimage_print